শুধুই অসত্যের জয়
বর্তমানের দিনকাল যা-
সত্যের সাথে অসত্যের যদি বাঁধে যুদ্ধ
তবে অসত্যেরই জয় হবে জেনো।
কোথায় এখন সত্য আছে বলতো?
চারিদিকে তাকাও দেখবে শুধু অসত্যের নগর রাজধানী।
অসত্যের বাণী প্রচার আজ হচ্ছে দিকদিগন্তে
অসত্যেরই জয়রথ চলছে গোটা বিশ্ব জুড়ে।
সত্য যে আজ গুম হয়েছে অসত্যের দাপটে-
ভগবান বসে দেখছেন এসব শুধু নির্বিকার হয়ে।
সত্য তো ছিল সত্য যুগে অসত্য কী জানত না লোকে
কলির যুগে বাস করছ তাই রয়েছ অসত্যের সাগরে।
ছিল না সে যুগে কোনো হিংসা,বিবাদ, অহংকারের বন্যা-
আজকের দিনে শুধু এরাই গড়েছে সাম্রাজ্য মানবতাকে করে হত্যা।
পারবেও না ধ্বংস করতে অসত্যকে আর-
অসত্যের এ বিপুল পাথারে সত্য যে পিপিলিকা আজ।
তবুও আশা রাখি ঠিকই
একদিন জবাব পাবো নিশ্চিতই।
জানি ভগবানের নির্বিকার ঘোর কাটবে একদিন-
কল্কি অবতারে এসে অসত্যের বিনাশ করবেন সেদিন।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫ এপ্রিল,২০২৩, বেলা ১২টা
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা।