বলতে পারিনি তাঁকে
বলতে পারিনি তাঁকে মনের মতো সাজিয়ে
ভুল ছিল না কিছু
তবুও দূরেই রয়ে গেলাম
আমার হাসির ভিতরের সমস্ত দুঃখ লুকিয়ে থাকে
একটানা বিভেদের কথা লিখে।
প্রতিবছরের মতো আজকের দিনটিতে বৃষ্টি ঝরবে স্বাভাবিক
এই কারণেই আজকের দিনটিতে ভিজলাম
শুধুমাত্র তোমার কথা বিবেচনা করে।
বলতে পারিনি আজও তাঁকে
আমার সমস্ত না থাকা জুড়ে তুমিই রয়ে গেলে
মরীচিকার মতো করে।
দেখিনি বিরুদ্ধে ঈগলের ডানা ঝাপটানি
যা আজকের দিনে আমাকে খুবই বৃদ্ধ করে।
জানিনা কেনো এমন হয়
আরও তো দিন ছিল ভালো ভাবে
তবুও খুঁজে পাওয়া যায় না হারিয়ে যাওয়া দুঃখ
কেউ জানতে ও চাই নি কখনো
কেনো আমি এমন হয়েছি
শুধু তোমাকেই কিঞ্চিৎ পরিমাণ জেনে।