বাংলা ভাষা
বাংলা ভাষা আমার কাছে
বলতে ভীষণ সোজা,
এই ভাষাকে ভুলে গিয়ে
চাপায় ক্যামনে বোঝা।
কলম ছাড়া খাতা ছাড়া
স্কুল যাওয়া ছাড়া,
শিখছে মায়ের মুখের থেকে
কেরে নিবে কারা।
এই মমতা হৃদয় জেগে
উঠে ছিলো বুকে,
শোনছে যখন অন্য ভাষা
চাপিয়ে দিবে মুখে।
এমন খবর বঙ্গ গোষ্ঠীর
শোনে কানাকানি,
ছাত্র গুষ্টি সোচ্চার হচ্ছে
হলো জানাজানি।
কার্পু জারি ভঙ্গ করে
ছাত্রে নামায় র্যালি,
নিষ্ঠুর হাতে পাষণ্ডরা
চালায় তখন গুলি।
জীবন দিয়ে শহীদে রা
বাঁচায় মা এর বোল,
পারেনি আর কাইর্যা নিতে
তো করে শোরগোল।
Subscribe
Login
0 Comments
Oldest