বিপ্লবীদের মারো
তৈলাক্ত মানুষের বিরুদ্ধে যখন ধরেছি কলম
ব্যাথা কমাতে তেলবাজরা হৃদয়ে মাখে মলম।
তীক্ষ্ণ দৃষ্টিতে দ্যাখে মোরে,প্রার্থনা করে স্নিগ্ধ ভোরে
কালবৈশাখী ঝড়ে আমি যেন যাই উড়ে।
নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশ, বাদ থাকেনা কোন অংশ
কাতচিৎ করিয়ে মাখে তেল, মজলুম দ্যাখে তেলের খেল।
তেলহীন জ্বলে না কুপী,চলেনা গাড়ি,হয়না সুস্বাদু রান্না
দেশজুড়ে চলছে হৈহৈ-রৈরৈ, তেলের লাগি কান্না।
সত্য কথা লিখছি ব’লে সঙ্গ দিচ্ছে না কেহ
সত্যের বুকে চাবুক মেরে রক্তাক্ত করছে দেহ।
ন্যায়ের ঝাণ্ডা উড়াইয়েছি বিশ্বে —
স্বাধীন দেশে পরাধীনতার শেকড় নেবে উপড়ে।
আমার শূন্য ঝুলি পূর্ণ করতে চাইনা তোমাদের মতো তৈলমর্দনকারীর বাহবা কিংবা করতালিতে
আমি ভাসতে চাইনা তোমাদের প্রশংসার জোয়ারে।
আমি বিক্রি করতে পারিনা আমার সুপ্তোত্থিত বিবেক
জলাঞ্জলি দিতে পারিনা মনুষ্যত্ব।
তেলে যখন তৈলাক্ত দেহ, ব’লে উঠেন কেহ –
টিকিয়ে রাখতে ক্ষমতার ঝান্ডা – রুখতে অপশক্তির ডান্ডা
ভারত সরকারকে মাঝেমধ্যে পিলায় ঠান্ডা।
খাতা-কলমে স্বাধীন, চলাফেরায় মোরা পরাধীন
মর্দন করতে পারিনা তেল, কপালে জোটে জেল।
তেলের খেল দ্যাখে দ্যাখে হ’য়েছি বড়
তেলের কাছে ছোট-বড় সব হচ্ছে জড়ো —
বাকিরা সব মরো, তেল বহনকারীদের জীবন গড়ো
ক্ষমতায় টিকে থাকতে বিপ্লবীদের মারো।
১৮/০৮/২০২২ সৌদি আরব