বিশ্বকাব্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কাব্য আছে বলে জীবন আমার পদ্যময়
সব দুঃখ আঘাত মুছে যায় তারই আলোয়,
কাব্য আছে বলেই বৃথা নয় এই সৃষ্টি
যেমন নীরস ফুলে ঝরে অমৃতে ভরা বৃষ্টি,
কবিতার গন্ধে আপ্লুত এই বিশ্ব ভুবন
সবই ছন্দময়- ভূতল, অখিল ও পবন,
কাব্যের বীণা আজও চলছে বেজে
পাখির সুরে প্রকৃতি মা উঠেছে সেজে,
কাব্য আছে বলেই চাঁদের এতো বাহার
যার চারিদিক মেঘময় কয়লাসম আঁধার,
কবিতা আছে বলেই আজও বেঁচে আছি
যেমন মিষ্টি কলিতে মধু সংগ্রহে মৌমাছি,
যদি মস্তিস্ক হয় গদ্যের কারাগারে ঠাসা
ভেবে নিও কর্কশ কাক বেঁধেছে বাসা,
কাব্য মানেই হৃদয় মাঝে সুখের কারিগর
নয়তো বিশ্বব্যাপী তুমুল ঘূর্ণিঝড়,
কাব্য ছাড়া এই জগতে চাইনা কিছু আর
সুখ ছেড়ে দুঃখের কোলে উঠবো কি আবার?
যতদিন এই ধরাতলে আমি বাঁচবো
সোনার চাঁদরে মোড়া কাব্যই হবে আমরা খাদ্য,
‘জয় হউক কাব্যের’- এটাই হোক মূল মন্ত্র
কাব্য ছাড়া মানবতা যেন অকেজো এক যন্ত্র।

0

Publication author

offline 12 months

Ujjal Mandal

0
সাহিত্যের জগতে অভিনব কবি উজ্জ্বল মন্ডলের জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গের অন্তর্গত মালদা জেলার গাঙ্গুরিয়া গ্রামে। তাঁর প্রথম প্রকাশিত ইংরেজি কাব্যগ্রন্থ হল "Ambrosia In Budding Flowers", ও দ্বিতীয় বাংলা কাব্যগ্রন্থ হল 'শব্দের ফুল'।
Comments: 0Publics: 3Registration: 19-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।