বিশ্বাস
যারে’ই আমি বিশ্বাস করি,
সেই দেয় ধোঁকা.!
ওরা যেন মনে করে,
আমি এক নিশ্চুপ বোকা।
কিন্তু ভুল-
অবিশ্বাসী লুকোনো মুখোশটা তোদের,
খুলে ফেলেছি আমি।
ভাবতেই যেন অবাক লাগে,
তোরা দিয়েছিলে আমায়,
মিথ্যে আশ্বাসের সুনামি।
কথা দিয়ে, কথা না রাখা,
মুখের লাগাম ঠিক না থাকা.!
এটাই ছিলো তোদের দেওয়া শিক্ষা,
আমাকে দিয়েছিস,
আর কাউকে দিস না এই দীক্ষা।
যদি রাখতে পারিস না বিশ্বাস।
তবে,
কোনো দিয়েছিলি এতো মিথ্যে আশ্বাস.?
সুনামির মতো ভয়ংকর,
ভাবলেই থেমে যায় আমার শ্বাস-প্রশ্বাস।
আসলেই আমি বোকা.!
তাইতো,
সবাই আমাকে দেয় ধোঁকা।
আসলেই আমি বোকা,
বিশ্বাসপূর্ণ এক নিশ্চুপ বোকা।
Subscribe
Login
0 Comments
Oldest