বিশ্ব কবিতা দিবস
জানিনা ভালোবাসা কি ?
কেনোই বা ভালোবাসা হয়?
এই পৃথিবীতে না জন্মিলেই বুঝি ভালো হতো
বহু আলোকবর্ষের বাঁচার তাগিদে আমরা ক্রমশ
বেড়ে উঠছি , কেউ তো বলেনি আমাকে তাঁদের দুঃখের কাহিনী , তবুও আমি কেনো সরল মনে লিখে যায় তাঁদের নিদারুণ অভিমানের কথা।
এই বিশ্ব কবিতার দিবসে
আরো বেশি রাত জেগে থাকা ,
শহরের পথে লাশ কাঁটার ঘর আর নেই
সবই রাজনৈতিক ক্ষমতায় লুপ্ত হয়েছে
আর লুপ্ত হতে চলেছে চড়ুইয়ের ডানা।
Subscribe
Login
0 Comments
Oldest