বৃষ্টিজলের ফোঁটা
*বৃষ্টিজলের ফোঁটা*
– অনুপম চক্রবর্তী
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
পড়ছি আকাশ থেকে ঝরে
মনে সাধ মিশব সাগর জলে
দিশা নেই, খুঁজবো কেমন করে ?
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
জানিনা পড়বো কোথায় গিয়ে
হয়ত নদীর বুকের মাঝে
এ-হাওয়া আমায় যাবে নিয়ে ।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
পড়বো হয়ত চাষের ক্ষেতে
মাটিতে উর্বরা জল হয়ে
চাষির ঐ হাসির দেখা পেতে।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
পারি যদি জীবন হয়ে রব।
অবোধ এক শিশুর কোমল হাতে
বিস্ময়ে আদর হয়ে ছোঁব ।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
পড়বো হয়ত গাছের মাথায়,
সোহাগের টলটলে জল হয়ে
রইব সবুজ কোন পাতায়।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
হয়ত পাথর বালির মাঝে
নীরবে ফল্গুধারা হয়ে,
বয়ে যাবো পাষাণ পথের খাঁজে।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
বুঝিবা ঝরবো শহর জুড়ে
যেখানে পিচ ঢেকে দেয় ধুলো
গলি আর রাস্তা মরে ঘুরে।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
আমাতে রঙ থাকে না কোনও
অঙ্গে অমল আলোর ঝিলিক
বুকেতে মেঘমল্লার শোনো ।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
মাটিতে মিশলে ঘোলা জলে,
আমিও নিজেই ঘোলা হব,
এ প্রাণের উৎস যাবো ভুলে।
আমি এক বৃষ্টিজলের ফোঁটা
আমাকে রেখো না কেউ মনে,
পারলে আবার বাষ্প হব,
মেঘ হয়ে ভাসবো আকাশকোণে ।