বৃষ্টির স্পর্শ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শেষমুহুর্তের ব্যস্তহীন শহর।
চারিপাশের কোলাহলের অচঞ্চলতা,
মোড়ের দোকানগুলোর শাটার নামানোর শব্দ।
রাতের আকাশে হঠাৎ করে জমে যাওয়া অস্থির মেঘের অহংকার।
সারাদিনের হৈচৈ, ছুটাছুটি, দৌড়ঝাঁপের পর,
রাতের নিষ্ক্রিয় রাস্তায়,
পরিশ্রান্ত পাঁয়ের অল্প অল্প পথচলা।
এক দমকা হাওয়ার সাথে,
পথে হঠাৎ চুপশব্দে বৃষ্টির বিন্দু স্পর্শ!
এই ব্যস্ত মস্তিষ্কের ভিতর যেন স্নায়ুকোষের অফুরন্ত অনুরণন।
মনে হচ্ছে আকাশনন্দিনীর এক অপূর্ব যাদুবিদ্যা।
তারপর-
বৃষ্টির জলে কাকভেজা হয়ে,
আমি বহুরূপী “জীবন্ত ফসিল”।

0

Publication author

0
আমি ভাবুক প্রকৃতির, সদালাপী এবং প্রকৃতি প্রেমী। আমি আমার মনের ভাষা লিখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র। নিজের এবং পারিপার্শ্বিক ব্যক্তিমনের চিন্তাজগতের উপস্থাপন কবিতার মাধ্যমেই প্রকাশ করতে খুব ভালোবাসি।
Comments: 1Publics: 7Registration: 16-06-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।