বৃষ্টির স্পর্শ
শেষমুহুর্তের ব্যস্তহীন শহর।
চারিপাশের কোলাহলের অচঞ্চলতা,
মোড়ের দোকানগুলোর শাটার নামানোর শব্দ।
রাতের আকাশে হঠাৎ করে জমে যাওয়া অস্থির মেঘের অহংকার।
সারাদিনের হৈচৈ, ছুটাছুটি, দৌড়ঝাঁপের পর,
রাতের নিষ্ক্রিয় রাস্তায়,
পরিশ্রান্ত পাঁয়ের অল্প অল্প পথচলা।
এক দমকা হাওয়ার সাথে,
পথে হঠাৎ চুপশব্দে বৃষ্টির বিন্দু স্পর্শ!
এই ব্যস্ত মস্তিষ্কের ভিতর যেন স্নায়ুকোষের অফুরন্ত অনুরণন।
মনে হচ্ছে আকাশনন্দিনীর এক অপূর্ব যাদুবিদ্যা।
তারপর-
বৃষ্টির জলে কাকভেজা হয়ে,
আমি বহুরূপী “জীবন্ত ফসিল”।
Subscribe
Login
0 Comments
Oldest