“সুধ’বুধ” –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

“সুধ’বুধ”
=============
মোঃ রহমত আলী
=============
যে,যে যার মতো,
কে কার-কার মতো,
এমনো মত আছে,
কেমন যেন মন নেই।
যেথায় খোয়াইলে পাথর,
সেথায় মিলবে রতন।
করো এখন নিজে নিজে
নিজের সুকর্মের যতন।

যে,যে, পরেরে দোষাইলে,
সে,সে,কি?কে! নিজেলে,
নিজের মতো চিনি-লিতে।
কে?কে! কিবলা মূখী,
আছো দাঁড়ায়ে,কাবিল-তো
সবে মুখো কালামের,
সত্যের,সত্যি ক’জনই বলি।

যে,যে চলছো সব
রাতে’র ঐ রত পথে!
তিমির হতে তম কেটে,
ফিরে এসে চলো,
দিন থাকতে দ্বীনের পথে।
সময় আজ কম হাতে
নয় মিলিবে না মূখ্য
মূল্য কাল হতে কাল।

যে,যে মশকরা করি
হক দ্বীনি ইলম কারীর।
সে,সে,কি?কে! উঠি,
রোজ ফজর আদি হতে।
ফরিয়াদ করি,ফকিরের দারে,
দোয়া করোত,মোর দুধ ভাতে।
কাড়িয়া লোকমা এতিম থেকে,
বনিছো আবার দান করে,
খুবই মহৎ বড় দান কারি।

যে,যে থাকিতে চোখ মুন্দী
থুতু ছুড়ি-লে পাছে জন-দি।
সে,সে,কি? দিতে হাঁচি,
মুখ ঢাকিলে হর হামেশায় কি।
হুশ রহিতে বেহুশ যে জন,
দোষারোপ করি কারে,
কানে শুনে-তো বধির সাজে,
চোখ থাকিতে না দেখে
দৌড়ে চলে মরণ সড়কে।

যে,যে, জ্বলছে অপরের
ন্যায় উন্নত উল্লাসে।
সে,সে,কি? আঁচকর,
দিয়া ছিলে না চাইতেই কি?
ওয়াদা মোতাবেক ঠিক
করজ চুকায়ে সমেত!
অচেতন কেন সবে হলে,
এতো আলস্য বণে।

যে,যে, যেমন, মিশি
তার সনে বনে তেমন,
নয়তো তারা বানিয়ে
নিতে চাইবে তাদেরই মতোন।
সে,সে,যে,কি? বাক্য কথার!
ভাষার ছন্দের-মন্দে মিঞা ;,
গদ্যের-পদে,কাব্যের-কন্ঠে,
না পারি বলিতে তুই-মুই,
সত্য-মিথ্যার মিলাই-তো
নদু বুঝ সমঝোতায়!
তবে আজি আমায়,
ভাবুক-তো যে,যে,যা ॥

===০৫.০২.২০২৩===

0

Publication author

offline 1 year

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে