বেইমান
বেইমান আমি কাগজের ঘরে থাকি
কলঙ্ক আমি বদনামের কালি চোখে মাখি
বিরহ আমি অন্যায়ের পথে চলি
দাসত্ব আমি কুড়ে ঘরে থাকি।
বেইমান বেইমান বেইমান
এই সমাজ শুধু বেইমানের পথে চলে
আমরা শুধু গোলামের কারিগর
হাতে গড়ি ইতিহাস আর পাতে মারি ঘাস।
অন্যায় শুধু অন্যায়
ব্যাভিচারের কালো অধ্যায়ের হয়ে যায় শুরু
রাতের অন্ধকারে ঢাকা পড়ে দেহ
সাদা চাদরে মুড়ে , শিশির জমে
নক্ষত্র রাত্রি ফুরায়ে আসে
মাঝে মাঝে ক্ষুদার্থ শকুনের ডাক কানে ভাসে
নই প্রান্তরের ধুলোর পৃথিবী
মুড়ে যায় কয়েকটি সাদা কাগজে কাগজে
তবুও বেইমান সব
মানুষে মানুষে সমাজটাকে নষ্ট করে ছাড়ে।।
Subscribe
Login
0 Comments
Oldest