বেকার-চরণ” -মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেকার-চরণ” –
===============
মোঃ রহমত আলী
===============
যে কোনও নিঃশ্বাসের
নেই তো বন্ধু কোনো বিশ্বাস।
এ জীবন পাঠশালায়
হয়েছে শিক্ষার অভাব,
শরমের দীক্ষায় নাহি
মিটে কোন তৃষ্ণা।
পিপাসায় যখন সমুদ্র ক্ষান্ত,
তখনই মোহনায়
জোয়ারের আনন্দ-ন।
চরণ সারা জনমের বেকার,
তবু উদাহরণ রয়েছে
সাজানো হাজার এখন
কি এক ! তার -এক আমার,
তবেই তো বলা চলে
জীবন চরণ বেকার।

চশমার আড়ালে এক
কালো চোখ, লুকানো রয়েছে
যেথায়, হাজারো লক্ষ লোভ।
চরণের ছাপ আঁকা আছে
যাবার ! পিছনে ফিরিয়া দেখি,
কেউ যে আর নেই আমার।
যে বন্ধু ছিলে একান্তই
আমার তারই চরণ চাদরে
ঢাকা পাপের পর্দার।

প্রতীক্ষায় ছিলে যবে
চরণ যেন না হয় বেকার।
তবে বিধাতার নিয়মে-র
আগে বা পরে, সবই যে বেকার !
তাই তো আর কি থাকে করার,
আশার তরঙ্গে, নিরাশার দীপ জ্বলে,
এ কেমন ছলে-ছলে জীবন চলে।
এই তো বর্তমান ধরন
শত অন্যায়ের পরেও
নাহি হয় ন্যায়ের আঙ্গিনায়
সত্য সূর্যের উদেয়ন ।

===১০-১০-২০১০===

0

Publication author

offline 2 years

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।