বেদনায় ভরা শহর
151 total views , 1 views today
যাদের ঘর পুড়ে গেছে বিরহের আগুনে
তাঁহারা আজ খুঁজিতে যাইনা প্রেম
এই শহরের পথে পথে।
আমি এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে ছিলাম
কিসের জন্যই বা অপেক্ষা করছিলাম !
আমারও তো ঘর পুড়ে গেছে
চৈত্র মাসের ভরা দুপুরের আগুনে।
আমি যাহাকে ভালোবাসি
সে যদি আমারে ভালো না বাসে ,
তবুও কি আমি তাঁরে ভুলে যাবো !
সে যদি আমারে ঘৃণাও করে
এমনকি অপমানও করে থাকে
তাই বলিয়া আমি তাঁরে অবিশ্বাস করবো !
বেদনায় ভরা শহরে ব্যথা তো পেতেই হবে
তাই বলিয়া নিদারুণ অভিমানে ঝরিয়া পড়িতে হবে !
এই কারণেই তাঁর জন্য দাঁড়িয়েছিলাম
তাঁরই আসার জন্য অপেক্ষা করছিলাম।
কিন্তু সে তো আসেনি এই শহরে
এসেছিল অন্য কেউ – হেঁটেছিল এই শহরের পথে।
আমি ভেবেছিলাম সে আসিবে
বলবে আমারি সাথে কথা
কিন্তু কেন্ সেদিন নক্ষত্র ঝরে পড়লো
কেনোই বা শহরের মানুষ নিষিদ্ধ হলো !
সে আর আসিলো না , কেটে গেল বহু বছর
সে আমারে ভুলে যেতে লাগলো বোধ হয়
শহরের সমস্ত ঘর বিরহের আগুনে জ্বলছে
সেই আগুনে আমারও ঘর জ্বলে উঠলো
চৈত্র মাসের ভরা দুপুরের আগুনে।
বেদনায় ভরা শহর আজও দাঁড়িয়ে আছে
সমস্ত জীর্ণ অপবাদ এমনকি জ্বলে যাওয়া
ঘরের পোড়া ছাই দলিত করে ;-
আজ শহর দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে
বেদনায় ভরা শহরকে পিছনে ফেলিয়া
সে আজ বিশ্ব সমাজের মানদণ্ড হইয়াছে।।