বেদনার ঢেউ
আমার সব পাপ তাপের বিভাবরী ভুলে,
উর্ধ্বে তুলে নাও একবার ভালোবেসে!
তুমি বিহীন এই জীবন আঁধার পথে,
তোমার মত আর কে আছে বলো?
তাই তো শত ঘৃণা, শত বঞ্চনা উপেক্ষা করে, ভিখারির মত দাঁড়িয়ে আছি তোমার দুয়ারে!
একটু ভালোবাসা পাবো বলে!
কত রাত, কত দিন, কত ঝড় বৃষ্টির মাঝে!
করেছি শুধু তোমার প্রতিক্ষা,
গোপনে, নিভৃতে, লোকালয় ছেড়ে—
তোমার ওই শ্বাশত প্রতিমূর্তি হৃদয়ে ধারণ করে,
কল্পনার রঙে এঁকেছি,সহস্র কোটি প্রেমের প্রতিচ্ছবি!
আকাশে, বাতাসে, নরম মাটির বুকে,পাহাড়ের গায়ে,ঝর্ণার জলে!
কখনো হেমন্তের শিশির ভেজা, বিস্তৃর্ণ সবুজ দুর্বা ঘাসে!
সোনালী ধানের বিন্দু কণায়,ভেসে উঠে তোমার নাকের নলকের ছবি!
বর্ষার ঝিলে কচুরি পাতার ছাউনির নিচে, জেগে ওঠে তোমার তিমির কালো চুল!
বাতাবি লেবুর লাল কোষের ভাজে, লুকিয়ে আছে তোমার ঠোঁটের হাসি!
মিশে আছে এই মনে, এই দেহের শিরা-উপশিরা’র সুক্ষ্ম কোনে!
কত কল্পনা, কত স্বপ্নের মেঘের জলে ভেসে চলেছি বহুকাল!
জীবনের সাম্পান ডুবে গেছে, ভুলের নীল সাগরের অতল গহ্বরে! আশাহীন সৈকতে আছড়ে পড়ছে বেদনার ঢেউ!