বেপরোয়া মন
মন কেন এত দিকে দিকে যায়
বেপরোয়া হয়ে কেবলি তাকায়,
নিজের ভেতরে কিছু ছুঁয়ে ছুঁয়ে
কিছু ভালোলাগা তৈরি করায়।
কিছু মানুষের মুখের উপর
চুপিচুপি উঠে হৃদয় চরণ,
কেন এত মন ওঠে নেমে যায়
বেস্ট কাউকে খুঁজতে কারণ।
চলার পথেই কাকে নেয়া যায়
কার চোখে চোখ, চোখ রাখা যায়,
কার চোখে থাকে সেই সুন্দর
একথা কখনো- কারে বলা যায়।
কিছু মানুষের দেখে মনে হয়
মুখ খানি যেন সোনার পুতুল ,
এরচেয়ে ভালো চুলার যে ছাই
অবশেষে দেখি লোহার কি ফুল।
কতদিকে মন শুধু ছুটে যায়
তাকিয়ে দেখছি সচ্ছ জলের হাসা,
জীবন গোছানো ফুলের বাগিচা
অবশেষে দেখি তা কাকের বাসা।
Subscribe
Login
0 Comments
Oldest