বেশ আছি, নদী, নদীর পর পাহাড় আর………
রূপালি ডানার রৌদ্দুরগুলো যখন,
উড়ে বেড়াত, সবুজ-ছায়ায়,
পাখিদের কথা, মনে পড়ে যেত,
তাদের জন্মের, নিড়ের কথা বলত।
চোখে ভাবেরা এসে জায়গা নিত,
যত দূরে চলে যাই’না কেন?
পাখিরা হৃদয় থেকে নিয়ে,
ঠোঁটে করে, টুপ করে ফেলে দিত।
ভাব-এর ঘরে, সঙ্গীরা তখন,
আসা যাওয়া করত, বসত, কথা বলত।
নদী, নদীর পর পাহাড়, আর,
পাহাড়ের ওপারে, তোমার উদ্দেশ্য।
পাখিরা উড়ে যেতে, যেতে, উড়ে, উড়ে,
সেখানে গিয়েয়ে ডুবে মরত!
আমার ভাবনারা এককোনে পড়ে থেকে,
তোমার হৃদয়ের উষ্ণতা খুঁজে পেত।
খুঁজতে, খুঁজতে, রূপালি ডানার রৌদ্দুরগুলো….
তারপর আমার চোখ হল অন্ধ।
এরপর, খোঁজ নিল’না আর কেউ?
বেশ আছি! নদী, নদীর পর পাহাড় আর…..।