বোঝা
ইহ জীবন তবে এতটুকুই থাক??
জ্ঞ্যান পড়েছে সবে যখন…
বড়ো হওয়ার সে কি তাড়া
বুঝিনি তখন বড়ো হলে পরে…
ফিরতে হবে, ভুলতে হবে, পড়বে তাড়া….
১৬য় যখন সবে পা দিলাম
পিতার মুখে আমি বোঝা শুনি ছিলাম ….
সেই ১৬ তেই ভেবেছিলাম…..
ইহ জীবন তবে এতটুকুই থাক? পিতার মাথার বোঝা নামানো যাক।।
নতুন মানুষ নতুন যবে,
জীবন যখন খুব রঙিন… ভাবিছিলাম এটাই জীবন তবে।
না না কয়েক বছরে রটে,
আমি পতির বোঝাই বটে।
সেই বছরেই ভেবেছিলেন থাক….
এবার পতির বোঝা নামানো যাক।
পুত্র যখন সবে পঁচিশ,
চাকরি করে, বেশ বড় অফিস।
কি আর বলি সুখের ব্যথা…
পুত্রের মুখেও আজ সেই একই কথা।
আমায় নাকি ঘরে রাখা বড়ো দায়….
চাইলেই আমায় অন্য কোথাও রেখে আশাই যায়।
কাটিল গোটা জীবনে…
বোঝাই হলেম এই ভুবনে।
শেষ বয়সের শেষ নিঃশ্বাস….
জীবন…. তবে এতটুকুই থাক।।