ব্যর্থতা-২১
ব্যর্থতা-২১
– অভিজিৎ হালদার
রাত্রি নামে শহরের চত্বর জুড়ে
পৃথিবীর সমস্ত অন্ধকার যেন এখানে আসে
দীর্ঘ জীবনের ভিখারির মতো ;
আমি টের পাই হৃদয় জুড়ে
আজ একটি তারা বেশি খসে গেল
আকাশের বুক থেকে
Subscribe
Login
0 Comments
Oldest