ব্যর্থতা-৩
যদি পিছন ফিরায়া তাকিয়া থাকি একবার
তবে ,
আমার চঞ্চল চোখ শুধু তারেই লক্ষ্য করে।
ঘুরিয়া ফিরিয়া তার সীমানার পথে পথে
দুটি চোখ দুঃখিত মনে হয়
পোড়া হৃদয়ের গন্ধে ঘুম নাহি আসে বিনিদ্র রজনীতে।
ঠিক এভাবেই কত রাত ছুঁয়ে গেল আমার জীবনের মানচিত্রকে
তবুও খুঁজে পেলো না কেউ দুঃখের অতল গহ্বরকে !
কেননা নীরবের চেয়ে সুন্দর বোধহয় কিছু হতেই পারে না
ব্যর্থ হৃদয়ের শূন্যতা জুড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest