ব্যর্থতা-৪২
আদি নক্ষত্র ধ্রবতারার হৃদয়ে
উঠিলাম জানিলাম সচক্ষু বেদনা বাষ্পে
মেঘ, জীবাশ্ম উড়ে গেল কতদূর
ফিনিক্স পাখির ডানা হারানোর যন্ত্রণা
আর নয় মানচিত্র গড়ার পালা
এখন শুধু ক্ষয়
মৃত্যু আর মুখ চেনা অচেনা
দূরের কথা
জানালার কপাট হৃদয়ে ভয়
মৃত্যু জন্ম পারাপার।
আদি ধ্রুব নক্ষত্রের জনসম্মুখে
চেয়ে দেখি কেউ কোথাও নেই
নিমেষে মিলিয়ে গেল হলুদ রঙ
নীল বেদনা রঙ ছবির দেওয়াল
ঈগলের ভয়ঙ্কর আর্তনাদ
যেন ক্ষুদার জ্বালা….
Subscribe
Login
0 Comments
Oldest