অনন্তযৌবনা তুমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনন্তযৌবনা তুমি

– শফিকুল ইসলাম বাদল

আলোকের শিখা নেমে আসে রাতে দূরের আকাশ হতে;
নক্ষত্রের শুভবার্তা নিয়ে নীরবে নিঃশব্দে একাকী।
অপূর্ব কারুকার্যে মহান শিল্পী গড়েছেন তোমার শরীর;
উম্মুক্ত সেই সৌন্দর্য পরম মুগ্ধতায় আমি চিনে রাখি।

তোমার মায়াবী চোখের দ্যুতি ছড়ালো চারদিকে;
বিচ্ছুরিত হলো আমার দুচোখের মণির কোঠায়।
তোমার রহস্যে ঘেরা হাসি মুক্তোর দানার মতোই;
গভীর সমুদ্রে থাকা ঝিনুকের খোলস ভেঙে কেইবা উঠায়!

রক্তিম আনারের রসে ভরা তোমার নিটোল দুটি গাল;
সেই গালে টসটসে যৌবন যেনো অবিরত ঝরে পড়ে।
আমার বুকের মাঝে সঞ্চারিত অনাবিল আবেগ তখোন;
আমার তৃষ্ণার্ত দু’ঠোঁট তোমার ওষ্ঠে আর অধরে।

তোমার বুকের পাহাড়ে দেখি শিল্পীর সুচারু কারুকাজ;
আদিমতা খুঁজে পাই সব কটি আঙ্গুলের চাপে, নিষ্পেষণে।
শুধুই কামনার আগুনের তাপে উত্তাপে দগ্ধ হতে থাকি;
আগ্নেয়গিরির জ্বালামুখে যেনো বসে আছি সুখের অন্বেষণে।

অনন্তযৌবনা তুমি ভাদ্রের ভরা নদীর মতোন;
কখোন দাঁড়াবে এসে আমার সম্মুখে বুক ঘেষে!
অবিরাম বৃষ্টিতে ভিজে ভিজে খোলা আকাশের নীচে;
তোমার ঊরুসন্ধির খাদে ডুবে যাবো যতিহীন রতিসুখ পেতে অবশেষে।

রচনাকাল: ঢাকা, ১৬ আগস্ট ২০২১।

 

 

 

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে