ব্যর্থতা-৬২
আমি এক গ্রেপ্তারি নাগরিক
প্রচ্ছদ প্রতিবেদন রূপে অপ্রকাশিত সাক্ষাৎকার নির্ঝর নৈঃশব্দ্য হিসেবে বয়ে চলি।
কেউ কোনদিন খোঁজ রাখেনি
খোঁজ নিতেও চেষ্টা করে না….
দুঃখের বিষয় হচ্ছে গণিতের সূত্র
রাশিফল সমাধান প্রমাণিত সত্য।
আমি এই সমাজের বুকে এক অসমাধিত নাগরিক
দুঃখের ঘরে বিষের শিশি ভেঙে
গোলাপের পাপড়ি দিয়ে তার প্রবাহকে আটকানোর চেষ্টা করি।
তবুও কেউ কথা রাখেনি বা রাখেনা
সময়ের মূল্য দিয়ে
পরাজয়ের গ্লানি চোখে মুখে কপালে গালে ঠোঁটে তবুও রেণু হিসেবে সেটাকেই ফুটিয়ে তুলি।
Subscribe
Login
0 Comments
Oldest