ব্যর্থতা-৬৩
আমার হৃদয়ের গহ্বর হতে
সবকিছুর আজ রয়েছে বহুদূরে
তুমি রয়ে যাও অনুভবে অনেক দূর থেকে বহুদূরে
কিছুতো পারিনা….
যেটুকু সম্ভব হয় বিরহের মালা অমৃত সাগরে বিসর্জন দিয়ে – আমি পেতে চাই অনেক বেশি দূঃখ
যে দুঃখ শুধু তোমারি দেওয়া হবে
এমন দুঃখ পেতে চাই আমি
যেমন দুঃখ পেলে অনেক কিছু পাওয়া যায় ঠিক তেমনি কিছু!!
Subscribe
Login
0 Comments
Oldest