ব্যর্থতা-৬৮
কেউ কথা রাখেনি
কেউ কথা রাখতে জানে না
তবুও আমি এই শহরের প্রেমের পথিক।
আঙ্গুলের ডগায় শীতকাল
আমি তোমার চোখে এক গ্রেপ্তারি নাগরিক
সময়ের বাতিঘর আলোকিত কিছু হারিয়ে যাওয়া মানচিত্রে হৃদপিন্ডের প্রলেপ দিয়ে
তবুও তুমি বোঝনি , জানতে চাওনি মনের কথা।
মানুষের বিপরীতে আমি মানুষ হয়েছি
অগ্নিঝরা গ্রীষ্মের খরতাপে পুড়ে ছাই হয়েছে জীবন্ত প্রেম
প্রেমের ভিতরে আরো এক প্রেম পুষতে শিখেছি।
স্মৃতির নদীগুলো এলোমেলো বরফের টুকরো বয়ে আনে – আমার হৃদয়ের আনাচে কানাচে।
কেউ কথা রাখেনি উনিশ বছর
এভাবেই কাটলো জীবনের অধ্যায়
রঙ দিয়ে রঙের খেলা শুরু দিয়ে শেষ
অনুভবের পৃথিবী খুবই সুন্দরময় থাকে যদি ভালোবাসা এ জীবনভর।