ব্যর্থতা-৬৯
তুমি স্বপ্ন দেখো মেঘেদের দলবেঁধে
চুলচেরা বিশ্লেষণ দিয়ে অনুভব করতে শিখলাম শীতের বেদনার রাতগুলো
নিঃশ্বাসের প্রচুর ক্ষমতা হতে নখতন্ত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা আসামি আমি
গ্রেপ্তার হয়েছিলাম একদিন তোমার চোখে চোখে বিপ্লব আনতে গিয়ে
প্রাণ পৃথিবীর সমস্ত জীর্ণ মতবাদকে আমি বললাম মানুষের ভিড়ে মুখরিত মানচিত্র সংযোগ সঙ্গ ত্যাগ করার চেষ্টা মাএ
কুড়িটি ভূখণ্ড পেরিয়ে আসলাম তোমার সিঁথি বেয়ে সমুদ্দুর পাহাড় শৃঙ্খল পথে
এক যেন মুক্তির স্বাদ নিতে পারলাম অজস্র জন্ম পরে।
ভাষা আন্দোলনের ইতিহাস ফুল দিতে হবে মৃত্যুর পর
আমার সমাধি পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে নাটকের মহড়া দিয়ে।
তুমি এসেছিলে বৃষ্টি ভেজা রাতে ঘাসেদের সৈন্য দল নিয়ে
আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেদিলে এতদিন পরে
সমস্ত শহর জুড়ে শুধুই অন্ধকার মুখোমুখি আমি আর তুমি
কোথাও একটি মাএ সৈন্যও বেঁচে নেই
তবুও সে যুদ্ধ শুধু তোমাকে আমাকে নিয়ে
আবার যেতে হবে অজানা দেশের মানচিত্রের খোঁজে।।