ব্যর্থতা-৭০
এপার ওপার নিঃশ্বাস
ভগ্নদশায় পিপীলিকার আত্নহত্যা জুড়ে
শহরের পথে ঘুরে ঘুরে ঘাসেদের সংবাদ।
ফসলের ক্ষেত জুড়ে বিষাদের মেরু চিহ্ন
আমার বুকে ফাগুনের আমেজ বিরাজ করছে কোকিলের কুহু কুহু সুরে
বলবো তাঁকে কাছে ডেকে
তিক্ত বালুকা রাশির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
রাত জাগার নিষিদ্ধ প্রেম নগরীর বিষাক্ত গোলাপ জুড়ে ।
কেউ কথা রাখেনি একুশ বছরের জীবনে
প্রথম আলো কবিতার বই থেকে কয়েকটি কবিতার হৃদয়ে ভর করে বেঁচে আছি অতি সর্তপর্ণে।
জীর্ণ গাছেদের শীর্ণ শিগ্ন জুড়ে
মহা-আকর্ষণ প্রেমমুখের দ্বারপ্রান্তে।
আসেনি কেউ কথা রাখতে কেটেছে হৃদয়
মহাপুরুষ জীবনের কাহিনী শুনে শুনে
ভুলে গেলে চলার সময় বিপরীত পর্বত শৃঙ্গ দূরে
এসেছে নতুন শিশু হামাগুড়ি দিতে দিতে
তাঁকে বিজয়ী ঘোষনা করে ছড়িয়ে দিলাম দেবতাদের বসতভূমি
এই ভারতবর্ষের মাটিতে।।