ব্যর্থতা-৭৭
আকাশ সাজিয়ে রাখা অশ্রু বাষ্পের মেঘ দিয়ে
পরিপূর্ণ আমার এ হৃদয়।
কাঁদা মাটি শুকিয়ে ইট তৈরি হয়েছে
যাতে জল ঢাললে আরো শক্ত হয়ে যায়
এভাবেই আমার হৃদয়ও ব্যথা পেতে পেতে শক্ত হয়ে গেছে
সূর্য ডুবলে তা আগামীর জন্য ফিরে আসে
পৃথিবীকে আলোকিত করবার জন্য
ঠিক তেমনি কিছু আমি সয়েছি।
প্রচন্ড গ্রীষ্মে আমার বুকের তৃষ্ণা
সাহারা মরুভূমির জল হয়ে
কেউ যেন নিয়ে যায় কেড়ে চাতক পাখির ঠোঁটে করে।
অদ্ভুত রহস্যময় সুন্দর একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছকেই প্রশ্ন করলাম একটু এলোমেলো শব্দ জুড়ে
উত্তরে আমি পেলাম বকের ঠোঁটে মাছরাঙা পাখির জীবনের কাহিনী লুকিয়ে থাকার এক আশ্চর্য গল্প।
এভাবেই সবকিছুই শেষ হয় আবার শেষ হতে চাই না
অপেক্ষায় প্রহরগুলো জর্জরিত হয়
গরমের দিনে চাদরের অবস্থার মতো।