ব্যর্থতা-৭৮
এইখানে ব্যর্থতা লিখতে চেয়েছি
কিংবা গিলে খেতে চেয়েছি
অসংখ্য বার আমি ব্যর্থ হয়েছি
তবুও তোমার নাগালের কাছে পৌঁছতে পাচ্ছি না কোনোমতেই।
হৃদয়ের জমিতে এখন চাষ করা হচ্ছে গোলাপের বদলে শুধুই ধুতরা। রজনীগন্ধা – জুই – মালতী সুগন্ধ ছড়াচ্ছে ব্যর্থ হৃদয়ের গহ্বরে।
কার কথা মনে করে দিনের শুরু এবং শেষ হয়!
এই পর্যন্ত – আপনারা হয়তো নতুন কোনো নিয়মের প্রসঙ্গ টেনে এনে বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন
কিন্তু তা পারবেন না তার কারণ সমস্ত কবিতা নতুন নতুন শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে শিখেছে।
Subscribe
Login
0 Comments
Oldest