ব্যর্থতা-৮
ব্যর্থতা-৮
– অভিজিৎ হালদার
যদি মনে পড়ে যায় আমাকে
ভালোবাসার নীল চাদরে
তবে উজ্জ্বল ধ্রুবতারার জীবন হতে
চিনতে পারবে আমাকে মনের মতো করে।
যদি ভেসে যায় হৃদয়
নক্ষত্রের বুকে ; তবে কান্নার শব্দ নীরবে
ভালোবাসার গোপন আস্তানায় লুটিয়ে পড়বে
খোঁজ নিয়ে জানতে পারবে
নিদারুণ অভিমানের বীজ অঙ্কুরিত হয়ে
সেই ছেলেটি আজ পৃথিবীর মানচিত্র হয়ে গেছে।
Subscribe
Login
0 Comments
Oldest