ব্যর্থতা-৮০
হাসিমুখে বললে তুমি আমাকে
স্বপ্নের মায়াজাল বুনে
যে কথাটি একদিন বলার প্রয়োজন ছিল
তবুও জানিনা বললে না কেনো!
আকাশের তারাগুলোর জীবনাবসান এর সময় এসেছে
দীর্ঘায়ু লাভের পর – নক্ষত্র রচিত বুকের পর্বত
হিমালয় বরফ চূড়ার মতো হৃদয়ে জমে যায়
এতদিন শুধুমাত্র জায়গায় অভাবে তা জমতে পারেনি
কিন্তু আজ তা অশ্রুবিন্দুর মতো জমে জমে বরফের টুকরোতে পরিণত হয়েছে।
তুমি খোঁজ রাখোনি আমিও খোঁজ নিইনি
এভাবেই তো আমাদের ব্যবধান তৈরি হয়েছে
ব্রীজ ও ফ্লাইওভার এর মতো।
আমাদের রাস্তায় ট্রাফিক সিগন্যাল গ্রীন রেড লাইটে
বিষবাষ্প জমে জমে এতদিন তা বৃষ্টিতেই পরিণত হয়ে গেল।
Subscribe
Login
0 Comments
Oldest