ব্ড়হ ডর লাগ্যে
. ।। বড়হ ডর লাগ্যে ।।
– অভিজিৎ ভূঁইয়া
তুহার থাইন্যে গড় কইরে
তুহার কাছে লতুন কইরে আর কি চাইব হে
বাবাঠাকুর মারাংবুরু ?
তুহার কাছে লতুন কইরে আর কি চাইব বল ?
তুই ত সবি দিছু ।
ফাগুন লাগা নীলপারা ঝলমলা আকাশ দিছু ,
শাল মহুলে ভরা বড় বড় বন দিছু ,
পাগল করা কত্ত পাখির গান দিছু ,
বাঁশি ফুঁকা বাগালটর গরু বাছুরের লিয়েঁ
বনহের ধাইরে মাঠ দিছু,
মন হারানর লগে লাইল মাটির রাস্তা দিছু ,
ডুলুং লদী, পারং লদী ,পাহাড় দিছু ,
পাহাড় নিচে শালের তলায়
ধামসা মাদলের বোল দিছু ,
হঁইড়্যা খাঁয়ে জটলা করা মায়া-মরদের
কমর দুলান লাচ দিছু ,
আর কি চাইব বল হে- বাবাঠাকুর ?
তুহার কাছে লতুন কইরে আর কি চাইব ?
ই দ্যাখ ,ই লুহার মতন গতর টা
ই টা ত হামদে সব মায়া মরদকেই দিছু রে,
হামদে সব মায়া মরদকেই দিছু ।
তাই ত হামরা রদ্যে জল্যে শীতে –
না তিত্যেও,না রাগেও অত অত কাম করি রে ,
হাঁসি মুখে অত অত কাম করি ।
ই দ্যাখ না –
পাথর খাদানে পাথর ফাটানঅ ,
ট্যাঙনা কদাল দিয়ে মাটি চটানঅ ,
বলদ গরু জুড়্যে লাঙল টানা ,
ধান লাগানঅ, খামারে ধান তুলহা ,
বনের লে আনা শালপাতায় থালা বনানঅ,
কাইঠ কাইট্যে মাথায় কইরে বাজার লিজানের জোর
-সবি ত দিছু ।
মনের জোর দিছু,
খিদা দিছু , তিস্টাও দিছু ,
আর কি চাইব বল ?
হামেদ তাই কুনঅ কষ্ট নাই রে ,
তুহার দয়াতে কুনঅ কষ্ট নাই ।
হামরা আদিবাসী লক বট্যে ।
হামরা আদি বাসির লক ।
ই দ্যাখ না তাই হামদে-
খড়পাতা ছাওয়া মাটির ঘইরের থিক্যে,
মুনিস কামিন খাইট্যা মনের থিক্যে ,
ধামসা মাদলের বোল থিক্যে,
বাঁধনা পরব,করম পরব,বাহা পরব থিক্যে-
হামদে উথলে উঠ্যে গরব ।
হামদে উথলে উঠ্যে গরব –
বীর বিরসা মুন্ডা,সিঁধু-কানহুর লগে ,
হামদে উথলে উঠ্যে গরব –
সারদা পসাদ কিস্কুর কবিতার লগে ,
হামদে উথলে উঠ্যে গরব –
রেডিও তে কথা বলা দ্যেশের পথম সান্তালি বিটি
শিখা মান্ডির লগে ,
হামদে উথলে উঠ্যে গরব –
সান্তালি ভাষা সরকার স্বীকার লগে,
হামদে উথলে উঠ্যে গরব –
হামদে ভাষা ইখন ইশকুলে ইশকুলে পড়ানর লগে ।
আর কি চাই !
তুহার কাছে লতুন কইরে আর কি চাইব বল ?
তুহার কাছে লতুন কইরে আর কি চাইব ?
ইমন কইরে হামদের সাথ্যে থাকিস রে বাবাঠাকুর ,
হামদের ছেলা-পিলাদের সাথ্যেও থাকিসরে আজীবন ।
তবহে একটা কথা বলি বাবাঠাকুর মারাংবুরু –
তুই সেই কালা দিন টা আর
ফিরাস না এ জঙ্গলমহলে ,
উহাদেরকেঅ ফিরাস নাই আর
এ শালবনের ভিতরে ।
উহাদের গুলহির শবদঅ,ল্যানমাইনহের শবদঅ,
হাড়হিম করা খুনাখুনি, কাঁদার শবদও-
ফিরাস নাই রে, আর ফিরাস নাই ,
ফিরাস নাই এ শালবনের ভিতরে ।
সে দিনকার কথা মনহে পড়ল্যে
হামদে সবহার যে অখনঅ বড়হ ডর লাগ্যে রে,
বড়হ ডর লাগ্যে ।
হামদে সবহার যে অখনঅ বড়হ ডর লাগ্যে ।
******
২২|০১|২০২১
” নিখিলভবন ”
বড় ডাবচা / পশ্চিম মেদিনীপুর