বড় বামপন্থী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাঁ দিকে যাব না ডান দিকে
তা নিয়ে আমাদের মাননীয় কমরেডগণ
সাধারণত দ্বিধা করেন না
গটগট করে চলে যান সোজা বাঁ দিকে
হয়তো বা ক্কচিৎ কখনো
জামাকাপড় কিনতে বা ছেলেমেয়ের ভবিষ্যতের ব্যবস্থা করতে ডান দিকে যান।
অনিশ্চিত এই ব্যবস্থায় ওটুকু বিচ্যুতি 
আশঙ্কার ব্যাপার নয় কোনো। 

কিন্তু এমন এক জন আছে 
যে কমরেডের চেয়েও অনেক বড় বামপন্থী,
একেবারে অবিচলিত বাম
সে হ’ল আপনার-আমার হৃদয় একমেবাদ্বিতীয়ম। 
বামপন্থা শব্দটাই যখন সুদূর ভবিষ্যতে
সেই সময় থেকে সে বাঁ দিকে অটল
এবং শুধুই বামমন্ত্রী
কখনো নড়ে না এক চুলও
তা সত্বেও কৌশলী কমরেডগণ
তার কথা বলেন অনেক কম।  

হৃদয় চির বামপন্থী
এবং বিশ্বসংসারে সবচেয়ে বড় বামকল
বুকের বাঁ দিকে পাকাপাকি বসে
সমস্ত সুখে ও দুঃখে সহজাত ধকধক করে যায়
অথচ বামপন্থীরা তার কথা না রাখে হৃৎপিন্ড
না রাখে মাথায় 
এমন কী তারাও কখনো কখনো 
একটু আধটু ডান দিকে সরে যায়। 

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।