বড় বামপন্থী
বাঁ দিকে যাব না ডান দিকে
তা নিয়ে আমাদের মাননীয় কমরেডগণ
সাধারণত দ্বিধা করেন না
গটগট করে চলে যান সোজা বাঁ দিকে
হয়তো বা ক্কচিৎ কখনো
জামাকাপড় কিনতে বা ছেলেমেয়ের ভবিষ্যতের ব্যবস্থা করতে ডান দিকে যান।
অনিশ্চিত এই ব্যবস্থায় ওটুকু বিচ্যুতি
আশঙ্কার ব্যাপার নয় কোনো।
কিন্তু এমন এক জন আছে
যে কমরেডের চেয়েও অনেক বড় বামপন্থী,
একেবারে অবিচলিত বাম
সে হ’ল আপনার-আমার হৃদয় একমেবাদ্বিতীয়ম।
বামপন্থা শব্দটাই যখন সুদূর ভবিষ্যতে
সেই সময় থেকে সে বাঁ দিকে অটল
এবং শুধুই বামমন্ত্রী
কখনো নড়ে না এক চুলও
তা সত্বেও কৌশলী কমরেডগণ
তার কথা বলেন অনেক কম।
হৃদয় চির বামপন্থী
এবং বিশ্বসংসারে সবচেয়ে বড় বামকল
বুকের বাঁ দিকে পাকাপাকি বসে
সমস্ত সুখে ও দুঃখে সহজাত ধকধক করে যায়
অথচ বামপন্থীরা তার কথা না রাখে হৃৎপিন্ড
না রাখে মাথায়
এমন কী তারাও কখনো কখনো
একটু আধটু ডান দিকে সরে যায়।