ভালোবাসার নৌকাখানা, যাক না তবে ভেসে।
লালবাতাসা, লালবাতাসা,
নদী হলে তুমি,
যায় ভেসে যায়, বিন্নির খই,
তোমার সাথে চলি।
তোমার সাথে জোড় বেঁধেছি,
উপায় কি আর করা!
লালবাতাসা, হারাবে না আর,
বাকি যে থাকে খেলা।
সামনে আমার ময়ূরাক্ষী,
আনমনে সে চলে,
দুচোখ দেখে, নদীর দিকে,
মন কেবলই ছোটে।
আঁকে, বাঁকে, নদীর সাথে,
এরপরে, কি আছে?
লালবাতাসার, এমনি মনে,
কি যে, লুকিয়ে আছে।
অদৃশ্য বাঁক, তাইতো টানে,
আবার খোঁজার ছলে,
ভালোবাসার, জোয়ার ভাটা,
এক নদীতেই খেলে।
এক আঁজলা জলে দেখি,
তোমার পুরনো মুখ,
তৃষ্ণা আমার মিটিয়ে যায়,
দুঃখ ভরায় সুখ।
লালবাতাসা, লালবাতাসা,
নদীর কাছে থাকি,
তোমার করে নিয়েছো আমায়,
তাকেই আমি মানি।
নদীর কাছে, আহা মরি!
নদীর কাছে বাঁচি।
নদীর সাথে থাকি আমি,
কোনদিন না ছাড়ি।
লালবাতাসার রূপেতো নয়,
নদীর রূপে দেখি,
প্রতিদিনই নতুন, নতুন,
হয়ে উঠবে তুমি।
হয়ে উঠলে, লালবাতাসা,
নাহয়, তাকেই ধরে,
ভালোবাসার নৌকাখানা,
যাকনা ভেসে তবে।