ভালোবাসা
ভালোবাসা যেন এক র্নিজনতা
সবুজ ঘাসের উপর
শিঁশিরের মুক্তোদানা হয়ে জ্বলজ্বল করে জ্বলা।
ভালোবাসা হল
মেঠোপথ ধরেে
উৎসুক প্রিয়তমার দু’চোখে শুধু
বহুদূর বির্স্তীণ সুদূরে চেয়ে থাকা।
ভালোবাসা যেন মস্ত এক নীল আকাশ
অন্তহীন নীলকে আঁকড়ে ধরে
সাদাকালো মেঘেদেরে ছুটে চলা।
ভালোবাসা যেন এক র্নিজনতা
নদীর নরম বুকে
জলের নীরবতা
স্রোতের উদ্দামতায় ছলছল বয়ে চলা।
ভালোবাসা মানে
তোমার জন্য আমার অপেক্ষা
প্রহর গুনতে গুনতে
মনের গহীনে জন্ম নেওয়া এক বুভুক্ষু অরণ্য,
আশা,নিরাশার শাখা প্রশাখায় প্রস্ফূটিত
র্ব্যথতার অসীম অনুরনণ ।।
Subscribe
Login
0 Comments
Oldest