ভালো তো হতেই চাই
ভালো তো হতেই চাই, যেমনটি তুমি চাও, তাই
হাঁটি হাঁটি, পরিপাটি, সোনার পাথরবাটি ভাই,
রোজ রোজ স্কুলে যাবো, দাঁত মেজে চান টান করে,
টানটান জামাটিকে প্যান্টের ভেতর দিকে ভরে,
চুলও আঁচড়ে নেবো, বই খাতা ঠিকঠাক পিঠে,
প্রেজেন্ট প্লিজ শিখে নেবো, ইয়েস ম্যাম বোল মিঠে মিঠে,
থেকে যাবো অপেক্ষাতে পুরো পিরিওড জুড়ে খাড়া,
কান ধরে দেয়ালেতে, ঠিকঠাক না পারলে পড়া।
গুটি গুটি ঘরে ফিরে বসে যাবো বই মুখে নিয়ে,
সয়ে নেবো হাসি মুখে, যত খুশি বোকো খোঁটা দিয়ে !
মুখ বুঁজে খেয়ে নেবো দুধ রুটি বসে গুটিগুটি
চুপচাপ উঠে যাবো, দশটায় বন্ধ টিভিটি !
বিছানায় চলে যাবো তাড়াতাড়ি আলোটি নিবিয়ে
চাইবো না কোনো কিছু শুধু শুধু মাথাটি চিবিয়ে !
শুধু যদি ঘন রাতে, খোঁজো সেই বাজে ছেলেটিকে
সে তখন ঘুম ঘোরে, খেলাতে পাবে না তুমি তাকে ! !