ভাষা আন্দোলন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়
জাগ্রত আজও বাঙালির জাতিসত্তায়
আত্মগরিমায় ওরা সেদিন এখানে ঘোষণাপত্র পাঠায়
বাঙালির প্রতিবাদী কণ্ঠরোধের অপচেষ্টায়
দু’অঞ্চলে একমাত্র উর্দুই রাষ্ট্রীয় ভাষায় চায়
প্রতিবাদে ছাত্র-জনতা উত্তেজনায়।
রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানের মুখরতায়
ইশতাহার হাতে কম্পিত গলায়
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন নেমে আসে রাস্তায়
চারিদিকে মিছিলের খবর ছড়ায়
দাবি উত্থাপনে ওরা এগিয়ে যায় আইনসভায়
পুলিশ নির্বিচারে গুলি চালায়।
সালাম-রফিক-বরকত-জব্বার মাটিতে লুটায়
কিশোর অহিউল্লাহও প্রাণ হারায়
বিক্ষোভের দাবানলে এভাবেই দিন কেটে যায়
রাষ্ট্রভাষার দাবি থাকে তমসায়
কিছুদিন পরে একদিন সুখবর আসে বাংলায়
সেদিনই রাষ্ট্রভাষার মর্যাদা পায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে