ভূতোর দুষ্টুমি (ছোটোদের কবিতা)
ভূতোর দুষ্টুমি (ছোটোদের কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ভূতোর বাবা বল্লে সেদিন, শোন্ রে ভূতো শোন্
এক থেকে একশো পর্যন্ত তুই ভালো করে গোন্
বাবার দিকে তাকিয়ে ভূতো ফ্যালফ্যালিয়ে হাসে,
গুনতে গিয়ে সব ভুলে যায়, মনে কিছু না আসে।
একটু পরে ভূতোর বাবা, বলে ভূতোকে ডেকে,
অ-আ ক-খ লেখতো বাছা, শ্লেটে দেখে দেখে।
বাবার কথায় ভূতো তখন, সবকিছু ভুলে গিয়ে,
হিজি বিজি আঁচড় কাটে, শ্লেটে পেনসিল দিয়ে।
এর পরে ভূতোর বাবা, বল্লে ভূতোর কাছে এসে,
ভালো করে পড়তো সোনা, আমার কাছে বসে।
পড়ার ভয়ে ভূতো তখন কাঁদতে থাকে জোরে,
তাই না দেখে ভূতোর মা ছুটে আসে রান্না ছেড়ে।
সোনা আমার- মানিক আমার, মা বলে আদর করে,
মায়ের আদর পেয়ে ভূতো, হাসতে থাকে জোরে।
Subscribe
Login
0 Comments
Oldest