ভূত ভূতুনির বিয়ে
চাঁদ কমে যাওয়ার পরে হবে ভূতভূতুনির বিয়ে
দেখতে যাবে প্রেতলোকের সবাই লাইন দিয়ে
ভাবী পত্নীর থুতনি ধরে বর-ভূত বলেছে, প্রিয়ে
সেজে এস কিন্তু বেনারসীতে মাছের-গন্ধ নিয়ে
তাহলেই ভীষণ মধুর শব্দ করবে আমার হিয়ে
হৃদয় জুড়ে সোহাগ-ছবি রাখব শেকল বাঁধিয়ে!
ভূতনি বলে-ওগো সোনা আমার, ওগো প্রাণপ্রিয়
ছায়ার সংসার জুড়ে এমনি করেই সোহাগ দিও
ভৌতিক সেই সংসারে সারা দিন আমায় খাটিও
তুমি করবে চাকরি, ঘরে খাটব আমি দেখে নিও
তোমার সব চাহিদাই মেটাব, তুমি আমার মিটিও
আর ছানাগুলোকে ভয় দেখানো তুমিই শিখিও!
Subscribe
Login
0 Comments
Oldest