প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মা আমাদের জামা কবে কিনবে??
সবার হয়ে গেছে,
দোকানে শেষ হয়ে যাবে.
মা বিষণ্ণ মুখে বলে
আজ তোর বাবা আসুক
তারপর যাবো।
মা কাল থেকে সবাই নতুন জমা গায়ে দেবে,
রিংকু,টিকলি,মিতা,তৃপ্তি সবাই কিনেছে
মা কাল ষষ্ঠী
সবার 4 টে জামা 4 দিন পড়বে,
টিকলি র তো 8 টা
বাবু ওর বাবা কত্ত বড় লোক।
কোথায় বড়???
আমার বাবা তো ওর বাবার থেকেও বড়,6 ফুট,
এই 6 ফুটের মানুষের যন্ত্রণা টাও অনেক বড় রে মা,
তুই বুঝবি না।
মা আজ যাবে তো জামা কিনতে??
আপন মনে কি বলছো বলো না।
হ্যা বাবু যাবো,এবার জা খেল তো..
ছোট তিন্নী আমার আজ নতুন জামা হবে নতুন জামা কিনবো বলে ছুটতে লাগলো।
প্রতি বছর পঞ্চমী তে তিন্নী আর রিনির জামা কেনা হয়।
আগে কিনবে তার সামর্থ্য কই??
কিন্তু এই যে একটা জামা হবে এটাই খুশি দুইবোনে
জামা কিনে বাবা মা ফিরছে ,যেমনি বুঝতে পারা
দুইবোনে চল 100 গুনি এইবার চলে আসবে।
বাবা নতুন জামা এনেছে কি মজা ,আমাদের জামা নতুন বলো বাবা ,
যারা আগে কিনেছে তাদের তো পুরনো হয়ে গেছে তাই না??
এই টুকু মেয়ে গুলো সত্যি বাবার না কিনতে পারার কারণ টাই বদলে দিলো।
মেয়েরা যে মা ই হয়,সেই ছোট্ট মুখ গুলো দেখলে বোঝা যায়।
একসাথে ঠাকুর দেখতে যাওয়া ,বার বার নতুন জামার গন্ধ সোকা কি যে আনন্দ।একই মণ্ডপে হাজার বার যাওয়া,
সবাই বোম ফোটাছে দেখে বলা না বুনি বোম কিনতে নাই। হাতে ফেটে গেলে কি হবে??
তারা কাঠির আলো কতক্ষন নেভে না এক দৃষ্টে তাকিয়ে থাকা,যে বড় হলে আমরা ও তারা কাঠি জ্বালাবো।
আজ সেই ছোট মেয়ে গুলো বড় হয়ে যায়,কিন্তু না তারা কাঠির পুড়িয়ে আনন্দ পায়,কারণ এখন বুঝে গেছে
কোনো কিছু পুড়িয়ে আর যায় হোক আনন্দ পাওয়া সম্ভব নয়।
আর আজ আর সেই নতুন জামার গন্ধে তারা ছোট বেলার আনন্দ খুঁজে পায়না,নতুন জটিলতার ভিড়ে হারিয়ে ফেলেছে সরল শৈশব,
আজ হয়তো বাকসো ভর্তি,কিম্বা আলমারি ভর্তি নতুন জামা কিন্তু মন যায়না সেদিকে,আজ পুজোর গন্ধ তাদের নিশ্বাসে পৌঁছায় না।
আজ সেই মা আসছে বলে ছুটির আমেজ নেই।
আজ যেন সব টা বদলে গেছে,
শুধু বদলায় নি মা দুর্গার আগমন।।

0

Publication author

offline 2 years

Anuradha Banerjee

0
শব্দের খেলায় ,কবিতার ভেলায়...নতুন দিগন্ত খুঁজে পায়...
Comments: 0Publics: 6Registration: 27-08-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে