ভোরের যুঁথী
ভোরের যুঁথী
হাকিকুর রহমান
কেগো এসে ভোরের যুঁথী যাও কুড়িয়ে
আবির রাঙা সূর্যি দিলো প্রাণ জুড়িয়ে।
গাছের ছায়ে ডাকছে বসে বন পাপিয়া
“চোখ গেলো”, “চোখ গেলো”, সুর গাহিয়া।
নদীর ধারে ভাসলো তরী ভাটির টানে
বনের পাখি নিদ ভাঙ্গালো মধুর গানে।
আসা যাওয়ার পথেই ছিলো কাননটি মোর
স্নিগ্ধ হাওয়া বইবে বলে খুলেছি দোর।
টুনটুনিটা জাগার আগেই এসেছিলে
ফুলগুলো সব কুড়িয়ে নিয়ে খোঁপায় দিলে।
মুগ্ধ আমি সেদিক পানে তাই চেয়ে রই
কানন ভরে ফুটুক না ফুল মনটারে কই।
Subscribe
Login
0 Comments
Oldest