মধ্যবিত্ত
হাজারো রাজনৈতিক উত্থান পতনে যারা বদলাতে পারেনি তাদের আর্থ-সামাজিক চিত্র,,
হ্যাঁ,, তারাই সমাজের মধ্যবিত্ত!
মাথার উপর ছাদ আর দুমুঠো ভাত
এই তো তাদের বিলাসিতা,,
সেখানে নাই বা রইলো তাদের সযত্নে সাজানো চিলেকোঠা,, নাই বা থাকলো দামী পোশাক;সুখ তো আছে!
কিন্তু সমস্যা তো থেকেই যায়,,
দিনের শেষে তাদের দুচোখ ভরা স্বপ্ন..
পূর্ন না হয় নাই বা হলো দেখতে তো ক্ষতি নেই,,
জীবনে একটা দিনের জন্যে হলেও তারা
উচ্চবিত্তের মতো বাঁচতে চাই!
তুচ্ছতাচ্ছিল্যে ভরা এই জীবনে তারা কিন্তু পিছিয়ে নেই আর,,
সাহিত্য-ইংরেজী থেকে শুরু করে বিজ্ঞান সবটুকুই আজ তাদের আয়ত্তে,,
চোখে মুখে তাদের এগিয়ে চলার নেশা..
তাদের জীবনে কান পাতলেই শোনা যায়
মধ্যবিত্ত তারা সংগ্ৰাম সমরে চলেছে সুখের খোঁজে,, অনটনের জীবনকে না করে ব্যর্থ হবে না তারা শান্ত;
বদলাবো তারা সবের ধারণা যা কিছু সব ভ্রান্ত!