মন নাচে
জলে ভরা মেঘ আছে,
ভেসে যাওয়া, আকাশেতে।
সব কিছু ভাল করে,
সাজানোতে মন নাচে।
আর আছে, আহ্বান,
সবুজের জয়গান।
বৃষ্টির সুরে, সুরে,
হৃদয়ের গান মেশে।
Subscribe
Login
0 Comments
Oldest