মরীচিকা
আজকাল ক্ষণে ক্ষণে টের পাচ্ছি হয়তো এই সময়টা আমার জন্য না,
কেমন যেনো আশেপাশে সব পাথর, হিংস্র, দানব;
সবাই দেয়াল টপকিয়ে ওপাশের সমুদ্রে যেতে চায়,
হঠাৎ এক জার্ডনের বাজ এসে আমাকে উড়িয়ে নিয়ে গেলো, সমুদ্রে;
আমি প্রথমবার সমুদ্র দেখলাম, আকাশের বিশালতা দেখলাম, উড়তে পারার স্বাধীনতা অনুভব করলাম,
সময়টাকে নিজের মনে হলো,
পরমুহুর্তেই টের পেলাম আমি তলিয়ে যাচ্ছি গভীর সমুদ্রে,
আমি যে সাঁতার জানিনা,
হাতরে, পিছন ফিরে খুজে যাচ্ছি সেই জার্ডনের বাজকে;
সামনে ফিরে দেখলাম, সে তো সেই অসুস্থ প্রতিযোগিতার নেতা,
আমি হেসে মরীচিকা মেনে নিলাম।
আজকাল আমি এক নিস্তব্ধ আহাজারিতে ভুগছি,
আমার হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে মস্তিষ্ক প্রতিনিয়ত লিখে চলেছে-
“ভুল করেছো তুমি,
ঠকে গিয়েছো তুমি,
হেরে গিয়েছো তুমি!”