মহা রোববার
•
আজ মহা রোববার —
শীতল বাতাসের তীব্র আর্তনাদে,
হৃদপিণ্ডের প্রণয়েরা আজ ঠান্ডায় জমে;
অনুভূতিগুলো যেনো, হিমায়িত বরফ সরূপ!
আজ মহা রোববার —
শূন্যেের আশায় বিভোর হয়ে,
ধ্বংসের পথে শুষ্ক মগজের হাহাকারে;
ভালোবাসাগুলো যেনো, ধবধবে তুষার সরূপ!
আজ মহা রোববার —
অনিমেষ অন্ধকারে বুঁদ হয়ে থাকা,
হৃদয়ের চূর্ণবিচূর্ণ পাজরের নিশ্চুপ কান্না;
আবেগগুলো যেনো, সুচালো প্রকাণ্ড হিমালয় সরূপ!
আজ মহা রোববার —
মরিচীকার আহত, ঝাঁজাল ঘ্রাণে,
ঝলসে যাওয়া মগজের অতৃপ্ত স্নায়ুদের;
তীব্র বেদনার কন্ঠস্বর যেনো, কর্কশ শৈতপ্রবাহ সরূপ!
•
NUYsPoetry:
https://nuyspoetry.netlify.app
Subscribe
Login
0 Comments
Oldest