মাতৃরূপে
মুখে বুলি ফোটার পর ঠিক প্রথম যে শব্দটি বলে ওঠে ছোট্ট একটি শিশু..
অথবা যে নামের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সর্বসুখ…
কিংবা যে উপমার মধ্যে দিয়ে স্বয়ংসম্পূর্ণা হয়ে ওঠে একজন নারী….
আবার শুধুমাত্র যা না হতে পারার দরুন না চাইতে ও কত নারী কে চলে যেতে হয়েছে অন্ধকারে…
হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি ই হলেন ‘মা’।
তারা স্বার্থহীন, তারা নির্লোভ,
তারা গুনী, তারা জ্ঞানী,তারা দুর্লভ।
তারা সাহসী, তারা প্রতিবাদী,
সমাজ স্বার্থে তারাই আবার দিন দরদী।
কখনো তারা এভারেস্ট শিখরে, কখনো মহাকাশে,,
কখনো তারা ক্রিকেট মাঠে, কখনো তারা সংসারে; গৃহিণীর অবকাশে!
Subscribe
Login
0 Comments
Oldest