রাত্তিরের জানালা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাত্তিরের জানালা
হাকিকুর রহমান

রাত্তিরের জানালায়
কে যেন উঁকি দিলো!
চিনি কি তারে?
না তো, মনে হয়না।
কারণ, অবয়বটা কখনই
দেখা হয়নি যে-
যদিওবা চেয়েছি বারে বারে।

শুধু ক্ষীণ ছায়াটাই ফেলে গেছে,
যতবার এসেছে-
বাতায়ন ঘিরে, চন্দ্রিমার রুপোলী আলো
ঝরে পড়েছিলো, সেই রাতে-
তবুও সে কেন জানি
দৃশ্যমান হলোনা
চারিদিকে তো শুধুই দেখি কালো।

দু’একটা চন্দ্রমল্লিকাও
ফুটেছিলো, কাননের ধারে-
সেগুলোতেও সে হাত দেয়নি
কোন সে অভিমানে-
শুধু ঝরা পাতার মর্মরে
শুনেছিলাম তার আসা-আর-যাওয়া
হাত পেতেও তো কিছু সে নেয়নি।

আর ঘোর কেটে দেখি,
নেই
কেউতো কোথাও নেই-
নিঃসীম শূন্যতাই
শুধু
ঘিরে আছে চারিদিকে
সকল উপলক্ষ্যেই।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে