জাতের সর্বনাশ
মানুষের চোখ খেয়েছে ঘুণেই
তাই ভালো চোখে দেখেনা,
মানুষকে মেধা হয়েছে ধংস
ঠেলা মেরে উঠা কমেনা।
মানুষের মন হয়েছে নষ্ট
মনে কেন প্রতারণা,
মানুষের বুকে বেঁধেছে হিংস্র
দয়া মায়া যে হলোনা।
মানুষের মাঝে হারালো মানুষ
অন্য ছবির বাস,
মানুষ হয়েও অমানুষি করে
জাতের সর্বনাশ।
Subscribe
Login
0 Comments
Oldest