মানুষ চিনেছি
মানুষ দেখেছো?
হ্যা,আমি মানুষ দেখেছি,
মানুষের অন্তরে মিশেছি,
তিল তিল করে চিনেছি।
সময়ের সাথে তাদের ভয়ংকর পরিবর্তন দেখেছি।
আগ্রহ আর অবহেলার তফাৎটাও বুঝেছি।মানুষের ঘ্রাণের ক্ষীণতা টের পেয়ে চমকে উঠেছি…অনেক মানুষ চিনেছি এই জন্মে।
মানুষ হয়ে,মানুষের অন্তর থেকে—
টেনে হেচড়ে দুরত্ব ছিনিয়ে নিতে দেখেছি।
আমি আরো উপলব্ধি করেছি কিভাবে—
চেনা মানুষ মুহুর্তেই স্বার্থের তাগিদে রঙ বদলায়,
অতীব প্রয়োজনকে নিষ্প্রয়োজন করে দেয়।
আমি তার অন্তরের নির্মমতা,নিষ্ঠুরতার প্রশ্বাস টের পাই প্রতিনিয়ত,নয়তো প্রায়শই।।।
হ্যা,আমি মানুষ চিনেছি,ডুবে গিয়ে অর্জন করেছি।
Subscribe
Login
0 Comments
Oldest