মানুষ
আমি মানুষ জন্ম পেয়েছি বটে
কিন্তু;
মানুষ হয়ে উঠতে পারিনি আজও।
কখনো দাঁড়িয়ে কখনো থেমে
হোঁচট খেয়েছি মানুষের আঘাতে
বর্ষার আকাশের মতো বৃষ্টি আসে
এই শহরে অন্য শহরে
তবুও আমার মানুষ হয়ে ওঠা হ’লো না আর।
এই যে কত মানুষ , মানুষ হয়ে গেল
আমারই হাতের নাগাল ছুঁয়ে
তাঁরা ইস্পাতের মতো চকচকে হ’লো
আমি শুধু লোহার রঙে
ঘরে ফিরি রাজনীতির ব্যর্থ ভাষণ শুনে।
আমি যদি জিজ্ঞেস করি
ব্যর্থ হৃদয়ে নক্ষত্রের আলো জ্বালিয়ে
মানুষ হওয়া সহজ তো নয়!
তবুও মানুষ জন্ম না পেয়েও কিন্তু
মানুষ হওয়া যায়।
বুঝি আমি পুরাতনের উপর
নতুন নতুন কিছুও জন্মে
সর্বনাশের প্রহর কাছে আসে
কখন যেন চোখ থেকে ঘুম উড়ে যায়
রাতের স্নিগ্ধতার মনে
টের পাই না বিনিদ্র রজনী
তবুও টের পাই দুটি আঁখি।
সারাজীবন গোলাপ বৃক্ষের চাষ করলেও
ফুল পাওয়া যায় যেমন ধুতরা
ঠিক মানুষ জন্ম পেয়েও
ব্যর্থ হতে হয় মানুষ হয়ে উঠতে না পারার আশায়
তবুও কিন্তু অনুপ্রেরণা জোগায়
সেই আমার ব্যর্থ রাতের তারায়।।