মাসুল
ভুল, যা ভুল
তা ছড়িয়ে ফেলে দিয়ে
এগিয়ে চলি না খুঁজে
অন্তমিল |
চিলের আঁচড়ে মেঘ কেটে গিয়ে
সূর্য উঠবে হেসে,
আলোর আশায় পথ খুঁজি
অন্তহীন |
ছেঁড়া তমসুকে শীতের আলাপন
লুকোচুরির এ জীবন চিরন্তন |
চুইয়ে পড়া স্বপ্ন মেখে নিয়ে গায়,
ঘুমিয়ে জাগে বাউন্ডুলে মন !
ভুল, যা ভুল
তা সরিয়ে রেখে দিয়ে,
ছায়াপথ পেরিয়ে হই
অন্তরীন |
ঢিলের আঘাতে ঢেউ তুলে শেষে
পরীরা উঠবে ভেসে,
অপলকে তাই চেয়ে থাকি
ক্লান্তিহীন |
ভুল, যা ভুল
জোছনা এসে ছুঁয়ে ফিরে যায়,
ভুল, যা ভুল
ভালোবাসা এসে চামর দোলায়,
ভুল, যা ভুল
হেমন্তের মাঠে সোনার শীষে,
ভুল, যা ভুল
বাতাসে সবুজ যাচ্ছে মিশে
ভুল, সব ভুল!
নাগরিক পথ মিলবে কবে
মেঠো ঘাস মাখা পথে
মাসুল গুনে গুনে
প্রতীক্ষায় আকুল !